শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ২টার ঢাকা-রাজশাহী রেল পথে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, দেশীপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান।
পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরনে খয়েরি রঙয়ের টি-শার্ট ও সাদা চেক লুঙ্গি রয়েছে।
মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
আরএস/এএটি/এসএইচ