ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

আনন্দ-গানে সর্বস্তরের মানুষের বর্ষবরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
আনন্দ-গানে সর্বস্তরের মানুষের বর্ষবরণ সর্বস্তরের মানুষের বর্ষবরণ

সাভার (ঢাকা): বাংলা নববর্ষকে বরণ করে নিতে সাভার উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। ব্যাপক আনন্দের মধ্য দিয়ে সর্বস্তরের জনগণ বরণ করে নিয়েছে নববর্ষ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালের সূর্য্য ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় বর্ষ বরণের নানা কার্যক্রম। ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সবার মধ্যে।

একে তো শুক্রবার, এর সঙ্গে বৈশাখী আনন্দ— সবকিছু মিলে মিশে একাকার হয়ে গেছে।

প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করেই সবাই চলেছে নতুন বছরকে স্বাগত জানাতে।
 
দিনটি উপলক্ষে উপজেলা চত্বরে প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাংলার চিরচেনা সংস্কৃতি পালনে পান্তা ভাতের সঙ্গে রুই মাছ ভাজা আর পান্তা ভাতের সঙ্গে কাচাঁ মরিচ দিয়ে শুরু হয় দিন। পরে নানা বয়সী মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।  

বৈশাখের শোভাযাত্রাটি সাভার উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেই সঙ্গে বের হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শোভাযাত্রা। সবাই সম্প্রীতির বন্ধনে মিলে মিশে একাকার হয়ে যায়।
 
সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যতম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু নাসির বেগ।  

নতুন বছরে চলমান জীবনে সব অশুভ শক্তিকে পেছনে ফেলে এগিয়ে যাবে দেশ, পহেলা বৈশাখের অনুষ্ঠানে আসা মানুষর এমনটাই ছিলো প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।