শুক্রবার (১৪ এপ্রিল) সকালের সূর্য্য ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় বর্ষ বরণের নানা কার্যক্রম। ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সবার মধ্যে।
প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করেই সবাই চলেছে নতুন বছরকে স্বাগত জানাতে।
দিনটি উপলক্ষে উপজেলা চত্বরে প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাংলার চিরচেনা সংস্কৃতি পালনে পান্তা ভাতের সঙ্গে রুই মাছ ভাজা আর পান্তা ভাতের সঙ্গে কাচাঁ মরিচ দিয়ে শুরু হয় দিন। পরে নানা বয়সী মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।
বৈশাখের শোভাযাত্রাটি সাভার উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেই সঙ্গে বের হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শোভাযাত্রা। সবাই সম্প্রীতির বন্ধনে মিলে মিশে একাকার হয়ে যায়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যতম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু নাসির বেগ।
নতুন বছরে চলমান জীবনে সব অশুভ শক্তিকে পেছনে ফেলে এগিয়ে যাবে দেশ, পহেলা বৈশাখের অনুষ্ঠানে আসা মানুষর এমনটাই ছিলো প্রত্যাশা।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এসএনএস