ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে মারমাদের ‘সাংগ্রাই’ উৎসব

অপু দত্ত, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
খাগড়াছড়িতে মারমাদের ‘সাংগ্রাই’ উৎসব খাগড়াছড়িতে মারমাদের ‘সাংগ্রাই’ উৎসব/ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে মধ্যদিয়ে শুরু হয়েছে। তিনদিন ধরে নানা আয়োজনে চলবে এ উৎসব।

এ উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে খাগড়াছড়ির পানখাইয়া পাড়া বটতল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মেদ খানসহ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।  

শোভাযাত্রায় মারমা তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী নানা বর্ণিল পোশাকে নেচে গেয়ে উৎসবকে মুখরিত করে। ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যপূর্ণ মারমা পোশাকে হাজারো মানুষের অংশগ্রহণে বর্ণিল র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে। মারমাদের এ উৎসবের রং দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে শত শত পর্যটক খাগড়াছড়িতে এসেছে।

পার্বত্যাঞ্চলের পাহাড়ি জাতিগোষ্ঠিসমূহের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে পাহাড়ি জনপদ। শুক্রবার চাকমাদের গয্যাপয্যা বিজু, ত্রিপুরা জনগোষ্ঠী হারি বৈসু পালন করছে। পাড়ায় পাড়ায় চলছে নানা উৎসব। চলছে ত্রিপুরাদের গরয়া নৃত্য।

পরে পানখাইয়াপাড়াস্থ মারমা উন্নয়ন সংসদের প্রাঙ্গণে অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী জলকেলী বা পানি খেলা উৎসবে হাজার হাজার মানুষের সমাগম হয়। এতে পাহাড়ি সম্প্রদায়ের সঙ্গো বাঙালিরা উৎসবে সামিল হয়। এছাড়া উৎসব উপলক্ষে মারমা পাড়ায় চলছে ঐতিহ্যবাহী নানা খেলাধুলা।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।