ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মগবাজার ফ্লাইওভারে মাইক্রোবাস উল্টে আহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
মগবাজার ফ্লাইওভারে মাইক্রোবাস উল্টে আহত ৪ মগবাজার ফ্লাইওভারে মাইক্রোবাস উল্টে আহত ৪-ছবি-বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মগবাজার ফ্ল‍াইওভারের ওপর বেপরোয়া গতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৪ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

রমনা থানার পুলিশ কর্মকর্তা আনসার জানান, মাইক্রোবাসটি রমনা থেকে ফ্লাইওভার হয়ে বেপরোয়া গতিতে সাতরাস্তার দিকে যাচ্ছিল।

এসময় ফ্লাইওভারের ওপরে নিয়স্ত্রণ হারিয়ে উল্টে যায়।

তিনি আরও জানান, মুমূর্ষু অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি  অনিয়ন্ত্রিত গতিতে আসছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

দুর্ঘটনার পরে ওই ফ্লাইওভারের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এমএন/আরআর/এসএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।