শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে কালিদাহ ইউনিয়ন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানান, দুপুরে স্থানীয়রা রেললাইনের পাশে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে ফেনী জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা আরব বাংলানিউজকে বলেন, ওই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মুত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এসএইচডি/এসআরএস/এসএইচ