নড়াইল: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ঘাট এলাকায় ভাসমান একটি ট্রলার থেকে মোসলেম (৬০) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় মরদেহটি উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়োর হোসেন বাংলানিউজকে জানান, নড়াইলের ভদ্রবিলা এলাকায় চিত্রা নদীতে চালকবিহীন একটি ট্রলার দীর্ঘক্ষণ ভাসতে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলারের ভেতর থেকে মোসলেমের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানাযায়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।