‘পুলিশের চাকরি করি, এমন উৎসবগুলোতে দেশের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়োজিত আছি। দায়িত্ব পালনের সময় দর্শনার্থীদের আনন্দের মধ্য থেকে নিজের আনন্দ খুঁজে পাই।
কথাগুলো একজন পুলিশ পরিদর্শক শফিকুল গনি সাবুর। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত।
শুক্রবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে বাংলা বর্ষবরণ ১৪২৪ উদযাপন অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তিনি।
প্রখর রোদে চত্বরে দাঁড়িয়েই কাজ করছেন তিনি। অনুষ্ঠানস্থলে প্রবেশে দর্শনার্থীদের তল্লাশিসহ ওই এলাকার নিরাপত্তার সার্বিক চিত্র নজরদারির কাজ করছেন পুলিশের এই পরিদর্শক।
দায়িত্ব পালনে নিজের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, বিভিন্ন উৎসবে নিরাপত্তায় পুলিশ নিয়োজিত থাকে। আমিও থাকি। এসব দিবসে পরিবারের কথা খুব মনে পড়ে, খুব মিস করি। তবুও দেশের স্বার্থে, জনমানুষের নিরাপত্তার স্বার্থে কাজ করছি।
‘আজ উৎসবে অনেকেই তাদের পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে এসেছেন। তাদের এই আনন্দময় মুহূর্তগুলো নিজের মধ্যে কিছুটা দোলা দেয়। তখন তাদের আনন্দের মাঝেই নিজের আনন্দটা অনুভব করি। ’
আর তাদের এই আনন্দক্ষণগুলো যাতে নির্ভেজাল ও নিরাপদ হয় সেটা ভেবেই আমরা নিরাপত্তায় নিয়োজিত আছি। এটাই আমাদের ভালো লাগার বিষয়, এটাই আমাদের স্বার্থকতা- যোগ করেন তিনি।
সরেজমিনে দেখা গেছে, দোয়েল চত্বরের এই প্রবেশ দ্বারে আসা-যাওয়া করছেন অসংখ্য দর্শনার্থী। তবে তাদের প্রবেশের ক্ষেত্রে সবাইকে তল্লাশি করা হচ্ছে। ব্যাগ নিয়ে কোনো দর্শনার্থীকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নারীদের তল্লাশি করতে রয়েছেন নারী পুলিশ সদস্যরাও।
এই পয়েন্টে একজন সহকারী পুলিশ কমিশনারের অধীনে দায়িত্ব পালন করছেন তারা।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এসজেএ/পিএম/এসএনএস