ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ঘোড়দৌড় প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
লালমনিরহাটে ঘোড়দৌড় প্রতিযোগিতা লালমনিরহাটে ঘোড়দৌড় প্রতিযোগিতা

লালমনিরহাট: লালমনিরহাটে বর্ষবরণ উপলক্ষ্যে তিন দিনব্যাপী ঘোড়দৌড়সহ বিভিন্ন গ্রামীণ খেলার প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ঘোড়দৌড়ের পাশাপাশি মোরগ ধরা, চেগুপেন্টি, হা ডু ডু, চকোর চাল, উটকুন দিয়ে দড়ি বুনন, জাল বুনন, বাটুল খেলা, গুড্ডির মেলা, লাঠি খেলা, পিচ্ছিল বাঁশে উঠাসহ বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মমিনুল হক, শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের উপাধ্যাক্ষ গোলাম মর্তুজা মিঠু, বড়বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আলী মোল্লা, পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার, বড়বাড়ি ইউনিয়ন যুবদল সভাপতি এবিএম ফিরোজ সিদ্দিকী আপেল প্রমুখ।

বাংলােদশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।