শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নতুন বছরে বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন।
![নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি‘র বাংলা নববর্ষ-১৪২৪ উদযাপন](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/khulna-north-inner20170414195207.jpg)
এ শোভাযাত্রায় আরও অংশ নেন- বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. নওশের আলী মোড়ল, ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ রিপন, রেজিস্ট্রার মো. শহীদুল ইসলাম ও সহকারী রেজিস্ট্রার কাজী মো. আহসানউল্লাহ প্রমুখ। শোভাযাত্রা শেষে বিজ্ঞান ভবনে পান্তা উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুপুরে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রফেসর ড. নওশের আলী মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. তারাপদ ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. শহীদুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এসআরএস/এসএনএস