নীলফামারী: রাজশাহী-চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে লুৎফর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়।
এসময় সিমেন্টের বস্তায় পেচানো অবস্থায় ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।