ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

গলা ছেড়ে গাইলেন প্রধানমন্ত্রী

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
গলা ছেড়ে গাইলেন প্রধানমন্ত্রী গণভবনে বৈশাখী অনুষ্ঠানে গাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা: গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পেশাদার শিল্পীদের সঙ্গে গলা ছেড়ে গান গেয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

অনুষ্ঠানের শুরু হয় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটি দিয়ে। পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী সুবির নন্দী, লাইলি ইসলাম, শামা রহমানসহ অন্য শিল্পীরা।

এ সময় শেখ হাসিনাকে গলা ছেড়ে তাদের সঙ্গে গান গাইতে দেখা গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েক নেতা ও উপস্থিত অনেককে গানটি গাইতে দেখা যায়।

আওয়ামী লীগ নেতা-কর্মীদের ‘আনন্দলোকে মঙ্গলালোকো বিরাজ, সত্যসুন্দরো’ গানটি গাওয়ার মধ্যে দিয়ে শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই গানটিতেও অন্যদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রাণ খুলে গেয়েছেন।

এরপর একে পরিবেশিত হয় ‘তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান...’, ‘আমার বাংলাদেশটা’, ‘কোন মিস্ত্রি নাও বানাইলো, কেমন দেখা যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও। ’ হাছন রাজার গান ‘নেশা লাগিলো রে বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে’, লালনের গান ‘তিন পাগলের হলো মেলা,... পাগলের সঙ্গ নিবি পাগল হবি; বুঝবি শেষে, তোরা কেউ যাসনে ও পাগলের কাছে’।

এসব গানের তালে প্রধানমন্ত্রী কখনো হাততালি দিয়ে তাল মিলিয়েছেন, কখনো গলা মিলিয়েছেন।

‘আমার মায়ের এলো চুল; আমার বাংলাদেশটা। আমার বোনের কানের দূল; আমার বাংলাদেশটা। ... রসের পিঠা খেজুর, খেজুর গুড় আমার বাংলাদেশটা। রাখাল বাসির মিষ্টি সুর আমার বাংলাদেশটা। ...’ জনপ্রিয় সংগীত শিল্পী সুবির নন্দী যখন ‘আমার বাংলাদেশটা’ গানের এই লাইনগুলো গাইছিলেন প্রধানমন্ত্রী গানের কথাগুলোর সঙ্গে মাথা ঝুকিয়ে, হাততালি দিয়ে গুনগুন কণ্ঠে সুর মিলিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গানের এক ফাঁকে ‘রঙে ভরা বৈশাখ আইলো রে...’ গান এবং দেশের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরে পরিবেশন করা হয় মনোজ্ঞ দলীয় নৃত্য।

প্রখ্যাত শিল্পী সুবির নন্দী, লাইলী ইসলাম, শামা রহমান, দিনাত জাহান মুন্নি, শবনম শিউলি, ফকির মন্ডল, আইরিন গোমেজ গান পরিবেশন করেন।

সমবেত নৃত্য পরিচালনা করেন সামিনা হোসেন এমা।

গণভবনে অতিথি আপ্যায়নে ছিলো চিড়ার মোয়া, মুরকি, মুরালি, কদমা, ঝিলাপিসহ বিভিন্ন ধরনের মিষ্টি।

নববর্ষ উদযাপন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তবে এবারের আয়োজনটা অন্যবারের চেয়ে পুরোপুরি ভিন্ন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।