ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ব্র্যাক সিডিএম’র কনসার্ট মাতালেন মাকসুদ-সালমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
ব্র্যাক সিডিএম’র কনসার্ট মাতালেন মাকসুদ-সালমা

ঢাকা: পান্তা-ইলিশ, লোকজ বাংলার খেলাধ‍ুলা আর মন মাতানো জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালির মিলনমেলা বসেছিল রাজেন্দ্রপুরে। 

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে ব্র্যাক সিডিএম’র মনোরম পরিবেশে বর্ণাঢ্য বৈশাখী কনসার্টে সুরের মূর্ছনায় দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন রকস্টার মাকসুদ, ক্লোজআপ তারকা সালমা ও তার ব্যান্ড নোঙর এবং বাউলশিল্পী শাহজাহান মুন্সি ও তার দল।

এদিন সকাল সাড়ে ১১টায় মঙ্গল শোভাযাত্রায় অভিনেতা আবুল হায়াত এবং ক্রিকেটার হাবিবুল বাশার সুমনসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।


 
আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলো দিনব্যাপী লোকমেলা এবং ব্র্যাক সিডিএম’র নিজস্ব লেকে নৌ-ভ্রমণ। ব্র্যাক সিডিএম’র কনসার্ট

ব্র্যাক সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) উদ্যোগে দিনভর এ আয়োজনে ইভেন্ট ম্যানেজমেন্ট ও মিডিয়া সমন্বয়কারীর দায়িত্ব পালন করে কুল এক্সপোজার।

এ বৈশাখী আয়োজনে যোগদানকারীদের অংশগ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় নভো এয়ারের সৌজন্যে। এতে বিজয়ীরা দু’জন মিলে ঢাকা-কলকাতা-ঢাকা এয়ার টিকেট পাচ্ছেন। এছাড়া, দু’জন মিলে ব্র্যাক সিডিএম-সাভারে এক রাতযাপন, উত্তরায় হোটেল আর্টিজানে ষড়ঋতু রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ এবং মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে মধ্যাহ্নভোজের সুযোগ পাচ্ছেন।

আনন্দঘন এ আয়োজনের মিডিয়া পার্টনার একাত্তর টিভি, ডেইলি স্টার, দৈনিক ইত্তেফাক, এবিসি রেডিও, বাংলানিউজটোয়েন্টিফোর.কম, আনন্দ আলো ও দ্য পেজেস।

ব্র্যাক সিডিএম’র বৈশাখী কনসার্ট​

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
আরআর/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।