শুক্রবার (১৪ এপ্র্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল লায়লা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।
দিবাগত রাত সাড়ে ১২টায় শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে রডবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হন।
খবর পেয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।
শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ বাংলানিউজকে জানান, রাত সাড়ে ১২টা পর্যন্ত দুর্ঘটনায় আহতদের মধ্যে মোট ১১জন শজিমেকে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এমবিএইচ/আরএ