ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে হোটেল সিলভার ক্যাসেলে ভাঙচুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
ময়মনসিংহে হোটেল সিলভার ক্যাসেলে ভাঙচুর ময়মনসিংহে হোটেল সিলভার ক্যাসেলে ভাঙচুর। ছবি- অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর ঢোলাদিয়া তালতলা এলাকার হোটেল সিলভার ক্যাসেলে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল উচ্ছৃঙ্খল যুবক।শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যায় ওই হোটেলে ৫শ’ টাকার নোটের খুচরা করাকে কেন্দ্র করে এক যুবকের সঙ্গে ওই হোটেলের লোকজনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে একদল উচ্ছৃঙ্খল যুবক হোটেলে হামলা চালিয়ে ভাঙচুর করে।

জানতে চাইলে শহরের ২ নং পুলিশ ফাঁড়ির টাউন সাব ইন্সপেক্টর (টিএসআই) ফারুক হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময় ০১৫৫ ঘণ্টা১, এপ্রিল ১৫, ২০১৭
এমএএএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।