ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় ২ দিনব্যাপী ঘুড়ি উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
ভোলায় ২ দিনব্যাপী ঘুড়ি উৎসব ভোলায় ২ দিনব্যাপী ঘুড়ি উৎসব

ভোলা: পহেল বৈশাখ উপলক্ষে ভোলায় শুরু হয়েছে ২ দিনব্যাপী  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে শহরের মেঘনা তীরঘেঁষা তুলাতলী বাঁধ এলাকার শাহবাজপুর পর্যটন চত্বরে এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবের উদ্বোধন করেন নবান্ন গ্রুপ এর চেয়ারম্যান মনজুরুল আলম।

এসময় উপস্থিত ছিলেন-ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, ভোলা কম্পিউটার এর ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন।
 
বেসরকারি প্রতিষ্ঠান ভোলা কম্পিউটার এর আয়োজনে নবান্ন গ্রুপ এর সহযোগিতায় এ ঘুরি উৎসবের আয়োজন করা হয়।

পরে শহরের বিভিন্ন জায়গা থেকে আগত অর্ধশতাধিক খেলোয়াড় ঘুড়ি উৎসবে অংশ নেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নবান্ন গ্রুপ এর চেয়ারম্যান মনজুরুল আলম।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।