এসব পূজায় বছর শেষের গ্লানি মুছে দিয়ে নতুন বছরের আগমনকে শুভ কামনা জানিয়ে দেবতা মহাদেবের পূজা অর্চনা করেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে এ চড়ক পূজা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি করপোরেশনের শিববাড়ি মোড়ের ইন্দ্রেশ্বর শিব মন্দির, কড্ডা বাজার, মজলিশপুরসহ বিভিন্ন এলাকায় চড়ক পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শত শত মানুষ ভিড় করে। চড়ক পূজা দেখতে দূর-দুরান্ত থেকে ছুটে আসে নারী পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ।
এই অনুষ্ঠানে নানা আনুষ্ঠানিকতা শেষে পিঠে বড়শি গেঁথে নির্ধারিত বিশেষ একজনকে চড়কায় ঘুরানো হয়। এসময় ঢাক ঢোল, কাসর, ঘণ্টা ও উলুধ্বনি দিয়ে চড়ক পূজাকে প্রাণবন্ত করে তুলেন ভক্তবৃন্দরা। চড়ক পূজায় পুরোহিতদের নির্ধারিত বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তি সবার প্রতি দেবতার সন্তুষ্টি লাভের আশায় চড়ক ঘূর্ণিতে অংশগ্রহণ করেন। চৈত্র সংক্রান্তির এসব মেলায় সব সম্প্রদায়ের লোকজন ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
আরএস/আরএ