ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
সাটুরিয়ায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় রহিমা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার বরাইদ ইউনিয়নের বরাইদ বাজারের উত্তর পাশ থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রহিমা বরাইদ এলাকার মৃত তাহের আলীর স্ত্রী।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে জানান, রাতে স্থানীয়দের দেওয়া তথ্যমতে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে মরদেহ দেখে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।