সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার চেচান গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে জানান, চেচান গ্রামের তালুকদার গোষ্ঠী ও কৈয়া গোষ্ঠীর মধ্যে স্থানীয় সিপিবি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে সকালে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয়ক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চেচান গ্রাম সংলগ্ন সুনামগঞ্জ-সিলেট সড়কে ছড়িয়ে পড়ায় প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭০ জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।