ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ডাকাতির ঘটনায় ‍আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
না’গঞ্জে ডাকাতির ঘটনায় ‍আটক ৫ না’গঞ্জে ডাকাতির ঘটনায় ‍আটক ৫

নারায়ণগঞ্জ: নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫ ডাকাতকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশ শুক্রবার (১৪ এপ্রিল) ও শনিবার (১৫ এপ্রিল) দুপুর পর্যন্ত কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ডাকাতদের কাছ থেকে ১টি মোবাইল, ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবি জানায়, এক ডাক্তার দম্পতির কাছ থেকে ডাকাতি হওয়ার পর তাদের দেওয়া অভিযোগের ভিত্তিতে ১৪ ও ১৫ এপ্রিল দু’দিনব্যাপী ডিবির উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম পিপিএমের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম, এসআই গিয়াস উদ্দিন, এএসআই শামীম হোসেন, এএসআই আ. রাজ্জাকসহ ডিবির চৌকস দল কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায়।

অভিযানে ডাকাতি হওয়া মালামাল ও ৫ ডাকাতকে আটক করতে সক্ষম হন বলেও জানান ডিবি কর্মকর্তার‍া।  

আটক ডাকাতরা হলেন- কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তুজারভাঙ্গা গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে সোহাগ (২৫) , একই থানার সাতপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে জুয়েল রানা (২৮), একই থানার উত্তর সতানন্দি গ্রামের আ. রশিদ মেম্বারের ছেলে সোহেল (৩০), সতানন্দি গ্রামের হরিপদ সরকারের ছেলে রঞ্জিত সরকার (৩২) এবং দক্ষিণ সদর থানার মৃত লাল মিয়ার ছেলে ইউনুছ আলী (২৮)।

ডিবির উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত ১৪ মার্চ রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান ত্রিপর্ধী এলাকার মধুমতি ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাতনামা ৯/১০ জন ডাকাত দল ডা. উম্মে আছমা সাকি ও তার স্বামী ডা. মো. আশফাক দেলোয়ার দম্পতির প্রাইভেটকার আটক করে গ্লাসভেঙ্গে ১ বছরের শিশু সন্তানের গলায় অস্ত্র ঠেকিয়ে বিভিন্ন স্বর্ণালংকার, নগদ ২ লক্ষাধিক টাকা, তাহাদের ব্যবহৃত ৩ টি মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

এ ঘটনায় ডাক্তার দম্পতি সোনারগাঁ থানায় মামলা দায়ের করলে আমরা বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হই।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।