ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা জানালো ছোটরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
খাগড়াছড়িতে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা জানালো ছোটরা খাগড়াছড়িতে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা জানালো ছোটরা-ছবি আপু দত্ত

খাগড়াছড়ি: আধুনিক যুগে বড়দের প্রতি ছোটদের শ্র্রদ্ধাবোধ কমে যাচ্ছে বললে ভুল হবেনা।

শহুরে পরিবেশে এখন বড়দের প্রতি সম্মান দেখানোটা তেমন একটা চোখে পড়েনা। তবে গ্রামে বড়দের প্রতি দায়িত্ববোধ, শ্রদ্ধা, ভালোবাসা এখনো দৃশ্যমান।

এবার বড়দের সম্মান ও ভালোবাসা দেখানোর মত ভিন্নধর্মী এক আয়োজন করেছে খাগড়াছড়ির নয় মাইল এলাকার বাসিন্দারা।

একসঙ্গে গ্রামের ৫০জন বয়োজ্যেষ্ঠকে একসঙ্গে স্নান করালেন সন্তান, পরিবারসহ স্থানীয়রা। তারপর ভক্তিভরে প্রণাম করে দেওয়া হয় নতুন বস্ত্র।

এমন আয়োজন করে একদিকে যেমন আয়োজক কর্তৃপক্ষ তৃপ্তির ঢেকুর তুলছেন। তেমনি ছোটদের কাছ থেকে এমন সম্মান পেয়ে অনেক খুশি বড়রা।

শনিবার (১৫ এপ্রিল) সকালে খাগড়াছড়ির নয়মাইল নিম্ন মাধ্যমিক স্কুল মাঠে বড়দের সম্মান জানানোর এই আয়োজন অনুষ্ঠিত হয়।

মূলত ত্রিপুরা সম্প্রদায়ের বিসিকাতাল উৎসবের দিনে নিজ নিজ ঘরে সন্তানরা মা-বাবাকে স্নান করিয়ে আর্শীবাদ নেওয়ার রীতি থাকলেও এবার গ্রামের সব বয়স্কদের নিয়ে এমন আয়োজন করেন নয় মাইল এলাকার বাসিন্দারা।

স্নান অনুষ্ঠানে পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন কান্তি ত্রিপুরা, মৃনাল কান্তি ত্রিপুরা, আয়োজক কমিটির আহ্বায়ক গনেশ চন্দ্র ত্রিপুরা, দিনা ত্রিপুরাসহ স্থানীয়রা অংশ নেন।

আয়োজন কমিটির আহ্বায়ক গনেশ চন্দ্র ত্রিপুরা বলেন, বড়দের প্রতি আমাদের দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ সার্বজনীন করার জন্য, সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এমন আয়োজন করেছি। খাগড়াছড়িতে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা জানালো ছোটরা-ছবি আপু দত্তএদিকে বড়দের স্নান করিয়ে আর্শীবাদ নেওয়া বড় প্রাপ্তি বলে জানান অনুষ্ঠানে অংশ নেওয়া ডালিয়া ত্রিপুরা। তিনি জানান, বড়দের স্নান করিয়ে দিলাম, নতুন কাপড় পড়ালাম। আর্শীবাদ নিলাম যেন মানুষের মতো মানুষ হতে পারি। চলার পথে বড়দের আর্শীরবাদ খুবই প্রয়োজন। তাই বড়দের আর্শীরবাদ নিতে পেরে খুব ভালো লাগছে।

পেরাছড়া ইউনিয়র পরিষদ (ইউপি) চেয়ারম্যান তপন কান্তি ত্রিপুরা বলেন, আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে বড়দের সম্মান করাটা ওতোপ্রোতভাবে জড়িত। আমরা সেই চর্চা আধুনিকতার যুগেও অব্যাহত রাখতে চাই।

শনিবার বৈসাবি উৎসবের অংশ হিসেবে ত্রিপুরা সম্প্রদায় বিসিকাতাল, মারমা সম্প্রদায় আক্যে উৎসব পালন করছে। শুক্রবার শেষ হয়েছে চাকমাদের বিজু উৎসব।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।