শনিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত ফারজানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।
এসময় তিনি বাংলা ১৪২৪ সালের মধ্যে সব স্কুল-কলেজে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা জোরদার, ভিক্ষকমুক্ত, বাল্যবিয়েমুক্ত, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত নাটোর গড়ে তোলাসহ পর্যটন নগরী হিসেবে নাটোরকে পরিচিত করে তুলতে উন্নয়নের সূচকগুলোতে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গিকার করেন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন- স্থানীয় সরকার উপ-পরিচালক এ কে এম আজাদুর রহমান, নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন ও বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খানস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
আরবি/