ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রোববার থেকে ‘সিটিং’ সার্ভিস বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
রোববার থেকে ‘সিটিং’ সার্ভিস বন্ধ ফাইল ফটো

ঢাকা: অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে রাজধানীতে গণপরিবহনের ‘সিটিং’ সার্ভিস বন্ধের সিদ্ধান্ত হয়েছে। রোববার (১৬ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সিদ্ধান্ত অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে বাস-মিনিবাসসহ সবরকমের গণপরিবহনে কিলোমিটারপ্রতি সরকারের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা যাবে না। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।

এজন্য নতুন করে সব পরিবহনে সুস্পষ্ট ভাড়ার তালিকা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে পরিবহন মালিকপক্ষ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মধ্যকার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করে এ সিদ্ধান্তের কথা জানান বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান।

তিনি জানান, উপর্যুক্ত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে মাঠে থাকবে বিআরটিএ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও শ্রমিক-মালিক নেতাদের সমন্বয়ে গঠিত নজরদারি (ভিজিল্যান্স) টিম। এ টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। আইন না মানলে অথবা সিদ্ধান্তের বিরুদ্ধে পরিবহন মালিকরা কোনো ধরনের কর্মসূচিতে যেতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, সংরক্ষিত নারী আসন নিয়ে সম্প্রতি জারি করা নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা তা-ও তদারকি করা হবে।  পরিবহন মালিকপক্ষ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মধ্যকার বৈঠক।  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমবৈঠকে বাসের ভাড়া সর্বনিম্ন ৭ টাকা এবং মিনিবাসে সর্বনিম্ন ৫ টাকা রাখার সিদ্ধান্ত হয়েছে। আর পুরো ভাড়া নিতে হবে সরকারের আগের নির্ধারিত কিলোমিটার হিসাব করে।

মশিয়ার রহমান জানান, ‘সিটিং’ সার্ভিস বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে রোববার রাজধানীর আসাদ গেট, আগারগাঁও (আইডিবি ভবন), এয়ারপোর্টের পশ্চিম পাশ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সম্মুখ, যাত্রাবাড়ীর চ্যাংপাই রেস্টুরেন্টের সম্মুখে ভ্রাম্যমাণ আদালত নিয়ে থাকবে ভিজিল্যান্স টিম।  

এভাবে প্রতি সপ্তাহে তিন দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে এই ভিজিল্যান্স টিম। রোব ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে সোম ও মঙ্গলবার।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
আরএটি/এইচএ/

আরও পড়ুন
** রোববার থেকে সিটিং বন্ধ, সারাদেশে বাম্পার বিরোধী অভিযান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।