ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ভান্ডারিয়ায় ট্রলির ধাক্কায় গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
ভান্ডারিয়ায় ট্রলির ধাক্কায় গৃহবধূর মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় ফাতেমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই শিশু ছেলে গুরুতর আহত হয়।

শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফাতেমা বেগম পাশ্ববর্তী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সোহাগ মিয়ার স্ত্রী।

তার দুই ছেলে শাকিল (৯) ও ইলিমা (৬)। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বাংলানিউজকে জানান, বিকেলে ফাতেমা উপজেলার পৈতখালী গ্রামে বাবার বাড়ি থেকে রিকশা নিয়ে ভান্ডারিয়া শহরে আসছিলেন। তারা ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ইট বোঝাই একটি ট্রলি তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে পড়ে গিয়ে ফাতেমা ও তার দুই ছেলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।