ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
গাইবান্ধায় কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি-ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধার সাত উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ে বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় জেলা শহরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত একটানা ঝড়ে জেলার সাত উপজেলায় এ ক্ষয়ক্ষতি হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, সাদুল্যাপুর উপজেলায় ঝড়ে কাঁচা ঘর-বাড়ি ভেঙে গেছে।

জমির আধাপাকা ইরি ও বোরো ধানের ধান গাছ হেলে পড়েছে। এছাড়া বাড়ি ও রাস্তাঘাটের ছোট-বড় অসংখ্য গাছপালা ভেঙে রাস্তায় পড়েছে। দামোদরপুর, কামারপাড়া, নলডাঙ্গা, জামালপুর ও ভাতগ্রাম ইউনিয়নে ব্যাপকভাবে কাঁচা ঘর-বাড়ি ও গাছপালা ভেঙে গেছে।

জেলার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চল এলাকাগুলোতে বাড়ি-ঘর, গাছপালা ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে সাদুল্যাপুর উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক সংলগ্ন সাবু মিয়ার রাইস মিলের একটি গুদামের টিনের চাল ও বেড়া উড়ে গেছে। এতে রাইস মিলের বেশ কিছু শুকনা ধান ও তুষ নষ্ট হয়ে গেছে।

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহ্সান হাবীব বাংলানিউজকে জানান, ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।