শনিবার (১৫ এপ্রিল) রাত আটটার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিলন্দা শিমুলতলা এলাকায় বাসচাপায় শিশুসহ তিন অটোরিক্সার যাত্রী নিহত হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের বালুকোল এলাকায় অজ্ঞাত যানবাহনের চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়।
শিমুলতলা এলাকায় বাসচাপায় নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কালিয়াকান্দা গ্রামের আজিজুল হক মুসলিমের ছেলে আবু কাওসার (২৯), তার শ্যালক কামারখন্দের মুগবেলাই গ্রামের মোহনের স্ত্রী উর্মি খাতুন (২০) ও তাদের দেড় বছর বয়সী শিশু সন্তান মোহিনী।
অন্যদিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝাঐল ওভারব্রিজ এলাকায় বাসের ছাদ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধ পড়ে গেলে তাৎক্ষণিকভাবে অপর একটি গাড়ির চাপায় পিষ্ট হয়ে মারা যান তিনি। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭/আপডেট ০২৩৭ ঘণ্টা
আইএ/আরআই