রোববার (১৬ এপ্রিল) সকালে উপজেলার বলিয়ারপুরের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই জঙ্গলে তরুণের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সাভার মডেল থানায় খবর দেন।
ধারণা করা হচ্ছে, ওই তরুণকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুম করতে জঙ্গলে ফেলে রেখে গেছেন দুর্বৃওরা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, ওই তরুণের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরআইএস/এএসআর