কারখানার বর্জ্যে খালগুলো যেমন ভরাট হচ্ছে, তেমনি এর দূষিত কালো পানিতে স্বাস্থ্যহানি ঘটছে আশপাশের বাসিন্দাদের।
রাজধানীর সারুলিয়া ইউনিয়নের সারুলিয়া, পশ্চিম হাজীনগর, বামৈল ও বাঁশেরপুল এলাকার বিভিন্ন খালপাড়ের সাধারণ চিত্র এটি।
স্থানীয়দের অভিযোগ, এসব কারখানার মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
হাজীনগরে সরেজমিনে দেখা গেছে, কয়েকটি কারখানার রঙিন দূষিত পানি খালের পানিতে মিশছে। চারপাশের নোংরা-আবর্জনা পচে দূষিত হচ্ছে পরিবেশ।
স্থানীয়রা বলছেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব কারখানার দূষিত পানিতে চর্মরোগসহ নানা ধরনের জটিল রোগ দেখা দিয়েছে। মশার উপদ্রব তো আছেই।
স্থানীয় বাসিন্দা মোর্শেদ আলী বাংলানিউজকে বলেন, ‘আমরা এখানে খুব অসুবিধায় আছি। নতুন ঢেউটিনগুলোর সাদা আবরণ কিছুদিন যেতে না যেতেই মরিচা পড়ে যায়। শরীরে খোস-পাঁচড়া লেগেই থাকে। মশার উপদ্রবে বাসায় থাকতে পারি না’।
মোর্শেদ বলেন, এসব ডায়িং কোম্পানির মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরআর/এএসআর