রোববার (১৬ এপ্রিল) উপজেলার রমজাননগর ইউনিয়নের ১৬৩ নম্বর পূর্ব রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, শেখ আল মামুন পূর্ব রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৪৯৮ ভোটসহ মোট ৪৩৫৭ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আকবার আলী পূর্ব রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭১৯ ভোটসহ মোট ৪৩২৩ ভোট পেয়েছেন।
পূর্ব রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফারুক হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে, ধরাশয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফজলুল হক মোড়ল।
২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে রমজাননগর ইউনিয়নের মোট নয়টি কেন্দ্রের মধ্যে পূর্ব রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করেছিল নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা বেশি হওয়ায় আটকে যায় চেয়ারম্যান পদের ফলাফল।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসএইচ