ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

গাইবান্ধার উড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
গাইবান্ধার উড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাহাতাব উদ্দিন সরকার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৭২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছলেম উদ্দিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৮ ভোট। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মোস্তাফা কামাল পাশা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭২০ ভোট।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী এ ফলাফল ঘোষণা করেন।

এ ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়নে ১১ হাজার ৬৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৭৫৬ জন ও নারী ৫ হাজার ৯১৯ জন।

এ ইউনিয়নে আগে নির্বাচিত প্রার্থী অসুস্থজনিত কারণে মারা যাওয়ায় রোববার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।