বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতা ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় শহীদ সোহেল চত্বরে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্দাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনসহ দলীয় অঙ্গসংগঠনের নেতারা।
জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন স্বাধীনতা স্মৃতি স্তম্ভে ও বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদও।
সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের হল রুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ গাউস।
এসময় আরো ছিলেন বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মোখলেছুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বালাদেশ সময় : ০১২৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমএস/জেডএম