ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

শার্শায় পিকআপ ভ্যান চাপায় স্কুল ছাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
শার্শায় পিকআপ ভ্যান চাপায় স্কুল ছাত্রী নিহত

বেনাপোল(যশোর): যশোরের শার্শা উপজেলায় মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মরিয়ম (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় নাভরণ-সাতক্ষীরা সড়কের সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রী শার্শার বাগআঁচড়া ইউনিয়নের আমতলা গ্রামের মোস্তাক গাজীর মেয়ে ও সাতমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটি পাশ্ববর্তী গ্রামে তার না‍নির বাড়ি থেকে ফিরছিলো। রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা থেকে নাভরণ বাজারের উদ্দেশ্যে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি মাছবাহী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।  

নাভরণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাংলানিউজকে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকআপ ও চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এজেডএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।