তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহতের মা মেরিনা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় পৌরসভার ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল ইসলাম ছাড়াও সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করা হয়েছে।
তিনি জানান, মামলা দায়েরের পর থেকেই আসামি ধরতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু পলাতক থাকায় আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে রোববার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মণ্ডলপাড়ায় পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন হজরত আলী।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমবিএইচ/এএটি/জেডএম