ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
বগুড়ায় ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় মামলা

বগুড়া: বগুড়ার নিশিন্দারার মণ্ডলপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হজরত আলী (৪৫) নামে এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলামকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতের মা মেরিনা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় পৌরসভার ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল ইসলাম ছাড়াও সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করা হয়েছে।

তিনি জানান, মামলা দায়েরের পর থেকেই আসামি ধরতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু পলাতক থাকায় আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে রোববার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মণ্ডলপাড়ায় পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন হজরত আলী।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমবিএইচ/এএটি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।