ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দরব‌নে বা‌ঘের আক্রম‌ণে মৌয়াল নিহত ‌

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
সুন্দরব‌নে বা‌ঘের আক্রম‌ণে মৌয়াল নিহত ‌

সাতক্ষীরা: সুন্দরব‌নে বা‌ঘের আক্রম‌ণে রুহুল আ‌মিন শেখ না‌মে এক মৌয়াল নিহত হ‌য়ে‌ছেন। এসময় আহত হ‌য়ে‌ছেন তার ভাই হো‌সেন শেখ। 

সোমবার (১৭ এ‌প্রিল) দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদীর ডিঙ্গি এলাকা থে‌কে হতাহতদের উদ্ধার ক‌রে বনবিভাগের কর্মীরা। এর আ‌গে রোববার ভোরে বা‌ঘের আক্রম‌ণে হতাহত হন তারা।

 

নিহত রুহুল আমিন ও হো‌সেন জেলার শ্যামনগর উপ‌জেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামের মালেক শেখের ছে‌লে।  

গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুল আলম বাংলা‌নিউজ‌কে জানান, রোববার দুই ভাই বুড়ি‌গোয়া‌লিনী ফরেস্ট অফিস থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে মধু আহরণ কর‌তে যান। রোববার ভো‌রে রুহুল আমিন শেখকে বাঘে ধরে নি‌য়ে যায় সুন্দরবনের গহীনে। এসময় তাকে উদ্ধার কর‌তে গি‌য়ে হো‌সেনও বা‌ঘের আক্রম‌ণের শিকার হন। পরে অন্য মৌয়াল ও জেলেদের সহায়তায় বন‌বিভাগের কর্মীরা রুহুল আমিনের মর‌দেহ ও আহত হো‌সেন‌কে উদ্ধার কর‌তে সক্ষম হ‌য়।  

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলি বাংলা‌নিউজ‌কে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।