নিহত তিনজনের পরিচয়ও মিলেছে। তারা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার ফৌড়তেপাড়ার মোফাজ্জল আকন্দের ছেলে আব্দুল মান্নান (৩৮), সাইদুর রহমান (৩৫) এবং একই জেলার গোবিন্দপুর বন্দরপাড়ার মো. তারেক (২৮)।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় ভোরে আহতদের মধ্যে একজন মারা যান। অপর দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক রয়েছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পলাতক। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
এর আগে রোববার (১৬ এপ্রিল) দিনগত রাত অনুমান ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার সীমান্তবর্তী সীমাবাড়ী বগুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন কমপক্ষে ৩৫জন।
আহতদের উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ চান্দাইকোনা, শেরপুর, রায়গঞ্জের বিভিন্ন চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমবিএইচ/এএ