সোমবার (১৭ এপ্রিল) সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ রায় দেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার ধলাগাছ এলাকায় জুয়া খেলার সময় ধলাগাছ মাঝাপাড়ার আকবর আলীর ছেলে আশরাফুল (৩৫), ও একই এলাকার পশ্চিমপাড়ার মৃত রহমুদ্দিনের ছেলে বাবুকে (৪৫) আটক করা হয়।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে শহরের মিস্ত্রীপাড়ার ইয়াছিন আলীর ছেলে মিলন (২০), পার্বতীপুর উপজেলার বাবুপাড়ার বারী মিস্ত্রীর ছেলে সেলিম (২৫), একই এলাকার সাহেবপাড়ার নূর আলমের ছেলে সাগর (২৮) ও সৈয়দপুর শহরের আলম প্রেস লেনের বাসিন্দা সেলিমের ছেলে সাকিলকে (২৫) আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের নীলফামারী জেলা কারাগারে ও জরিমানা আদায়ের পর মাদকসেবীদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
আরএ