বৃহত্তর বনরূপা বাংলা নববর্ষ উদযাপন পরিষদ এ শোভাযাত্রার আয়োজন করে।
রোববার (১৭ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে পৌরসভা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার।
সভায় ওই উদযাপন পরিষদের আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী বহুমুখী কল্যাণ সমিতির সভাপতি মো. সোলেমান, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।
বাংলাভিশন টেলিভিশনের নিউজ প্রেজেন্টার মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উদযাপন পরিষদের সদস্য সচিব ফারুক আহম্মেদ সাব্বির। শুভেচ্ছা বক্তব্য রাখেন-বসুন্ধরা এলপি গ্যাস চট্টগ্রাম অঞ্চলের এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম। এসময় বসুন্ধরা এলপি গ্যাস চট্টগ্রাম অঞ্চলের এরিয়া সেলস ম্যানেজার একরামুল হক জুয়েল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা। এছাড়া শোভাযাত্রায় অংশ নেওয়া যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপরে পান্তা উৎসব এবং মঞ্চে উপবিষ্ট অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে বাউল সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশন করা হয়।
এদিকে উদযাপন পরিষদের আয়োজনে বিকেলে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
আরএ