সোমবার (১৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, মুজিবনগর সরকার গঠন ছিল বাঙালির টার্নিং পয়েন্ট।
খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর সরকারের শপথ গ্রহণের প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট এনায়েত আলী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. বদিউজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবার রহমান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম জাহিদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, সিটি করপোরেশনের সচিব মো. বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমআরএম/জিপি/বিএস/এএসআর