প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সোমবার (১৭ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আজকের দিন ১৭ এপ্রিল ২০১৭ উপলক্ষে মন্ত্রিসভা এবং জাতিকে অভিনন্দন জানিয়েছেন।
“যেহেতু এটা ঐতিহাসিক দিবস। আজকের দিনে প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে,” বলেন তিনি।
তিনি বলেন, এদিনকে স্মরণ করে মন্ত্রিসভা সবাইকে অভিনন্দন জানায় এবং ওই সময়কার যারা নেতৃস্থানীয় ছিলেন, মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাসহ সবাইকে এই দিনে স্মরণ করেন।
বাংলাদেশের প্রথম অস্থায়ী মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ খ্রিস্টাব্দের ১০ এপ্রিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে এ সরকার গঠন করা হয়। ১৭ এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে শপথ গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমআইএইচ/আইএ