ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ফেনসিডিলসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
লালমনিরহাটে ফেনসিডিলসহ আটক ২ ফেনসিডিলসহ আটক ২-ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার তিস্তার চরাঞ্চল থেকে ৪৬ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে গ্রাম পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মায়ার দীঘি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- রাজপুর ইউনিয়নের চিনাতলী গ্রামের কোবাদ আলীর ছেলে মানিক মিয়া (৩৮) ও রাজপুর গ্রামের কেরামত আলীর ছেলে খেয়া ঘাটের মাঝি জামাল উদ্দিন (৪৫)।

রাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মায়ার দীঘি এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ফেনসিডিলসহ ওই দু’জনকে আটক করা হয়। পরে তাদের সদর থানায় সোপর্দ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।