গোপালগঞ্জ: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে আওয়াল মাতুব্বর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত পাঁচজন।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে মুকুসদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে শেখ ও মাতুব্বর বংশের মধ্যে এ সংঘর্ষ হয়।
মুকসুদপুরের জলিরপাড় বাজার পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল মাতুব্বর ও প্রতিপক্ষ পরাজিত সদস্য পদপ্রার্থী মান্দার শেখের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে।
এর জের ধরে সকালে দেশি অস্ত্র নিয়ে গঙ্গারামপুর স্লুইসগেট এলাকায় দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে নজরুলের সমর্থক আওয়াল ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হন দু’পক্ষের অন্তত ২০ জন। এসময় পাল্টা-পাল্টি হামলায় কিছু বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে এবং টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।