মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ১৮শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাজ্ঞী খ্যাত নাসরিন আক্তার বানেছা (৪৫) ও তার দূরসম্পর্কের বোন মালাকে (৩৫) আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
বুধবার (১৯ এপ্রিল) রাতে মধুপুর পৌর শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নাসরিন ধনবাড়ী উপজেলার শ্রমিক নেতা মোজাম্মেল হক ভুলুর স্ত্রী।
যুবলীগ নেতা নাহিদ আল অলিদ রনি তাদের ছেলে। ধনবাড়ী উপজেলার নল্ল্যা এলাকায় মূল বাড়ি হলেও তারা ধনবাড়ী সুপার মার্কেটের পেছনে একটি বাসায় ভাড়া থাকেন।
টাঙ্গাইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ বাংলানিউজকে জানান, পরিবারটি অনেকদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।