বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বি.এম.এম মোজহারুল হক এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব খোন্দকার জাকারিয়া খালেদ, ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেডক্রস এর বাংলাদেশস্থ এইচওডি বরিস কেলেসেভিক, আরএফএল বিভাগের সাবেক পরিচালক মিসেস মনোয়ারা সরকার।
স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরএফএল বিভাগের দায়িত্বরত সহকারী পরিচালক এ কে এম মহাসিন।
সংস্থার আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক এনায়েতুল্লাহ একরাম পলাশ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আরআই