বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টারের ভেতরে একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাপসপাতাল (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মরদেহ দেখে প্রাথমিকভাবে নেশাগ্রস্ত বলে মনে হয়েছে। তবে কী কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব, বলে জানান ওসি-তদন্ত আসলাম আলী।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এমবিএইচ/এএটি/আইএ