ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙ্গামাটিতে মারমাদের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
রাঙ্গামাটিতে মারমাদের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব রাঙ্গামাটিতে মারমাদের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলা মারমা সম্প্রদায়ের আয়োজনে জেলা শহরের আসামবস্তি নারকেল ফার্ম এলাকায় এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

এদিকে, ঐতিহ্যবাহী মংঘণ্টা বাজিয়ে এ উৎসবের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

রাঙ্গামাটি মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসাস) উপদেষ্টা চিংকিউ রোয়াজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সাংগ্রাই উদযাপন কমিটির আহ্বায়ক মিন্টু মারমা, সদস্য সচিব মইনুচিং মারমা।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।