ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রির অভিযোগে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রির অভিযোগে আটক ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে কালো বাজারে বিক্রির সময় ৬০ বস্তা ফেয়ার প্রাইজের চালসহ শ্যালো ইঞ্জিন চালিত দু’টি ভটভটিসহ চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ এপ্রিল) গভীর রাতে মাগুরা বিনোদ ইউনিয়নের দোবিলা এলাকা থেকে এ চালসহ তাদের আটক করা হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান বৃহস্পতিবার দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের চাল কালো বাজারে বিক্রির উদ্দেশে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে দোবিলা গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় দু’টি ভটভটি থেকে ৬০ বস্তা ফেয়ার প্রাইজের চালসহ সুজন ও রাজীব নামে দুই চালককে আটক করা হয়। তবে ওই চালের ডিলার স্থানীয় যুবলীগ নেতা আব্দুল হান্নান পলাতক রয়েছেন। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।