বুধবার (১৯ এপ্রিল) গভীর রাতে মাগুরা বিনোদ ইউনিয়নের দোবিলা এলাকা থেকে এ চালসহ তাদের আটক করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান বৃহস্পতিবার দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের চাল কালো বাজারে বিক্রির উদ্দেশে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে দোবিলা গ্রামে অভিযান চালানো হয়।
এ সময় দু’টি ভটভটি থেকে ৬০ বস্তা ফেয়ার প্রাইজের চালসহ সুজন ও রাজীব নামে দুই চালককে আটক করা হয়। তবে ওই চালের ডিলার স্থানীয় যুবলীগ নেতা আব্দুল হান্নান পলাতক রয়েছেন। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আরএ