ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

কেশবপুরে ডাকাতদের মধ্যে গুলিবিনিময়ে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
কেশবপুরে ডাকাতদের মধ্যে গুলিবিনিময়ে নিহত ১ যশোরের কেশবপুরে গুলিবিনিময়কালে আহত আশরাফ হোসেন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরের কেশবপুরে দুই ডাকাত দলের মধ্যে গুলিবিনিময়ে ইউনুছ হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আশরাফ হোসেন (২৮) নামে আরেক জন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার মজিদপুর গ্রামে এ গুলিবিনিময় হয়। তবে পুলিশের কাছে এ খবর দুপুরে জানতে পেরেছেন সংবাদকর্মীরা।

নিহত ইউনুছ সাতক্ষীরার আশাশুনি উপজেলার মণিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। আর আহত আশরাফ কেশবপুর উপজেলার দেউলি গ্রামের আব্বাস আলীর ছেলে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভোরে দুই ডাকাত দলের মধ্যে গুলিবিনিময়ের খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে ডাকাত দলের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

এ সময় মাটিতে পড়ে থাকা দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দু’টি রাম দা ও রশি (দড়ি) উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
ইউজি/ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।