ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
শিক্ষার্থীদের জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা বরিশালে শিক্ষার্থীদের জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা

বরিশাল: শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়াতে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণের মধ্যদিয়ে এই কর্মসূচির সূচনা হয়।

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে এ কর্মসূচি পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

পরিষদের সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।

তিনি বলেন, শুদ্ধভাবে জাতীয় সংগীত শেখাতেই এই আয়োজন। যাতে শিক্ষার্থীরা শুদ্ধভাবে সংগীত গাইতে পারে।

এসময় আরও বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হোসেন, তপঙ্কর চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।