বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাসেল উপজেলার রামনগর গ্রামের মজনু আলমের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার রামনগর গ্রামের জনৈক মিজানুর রহমানের বাড়ির টিনের চালের উপর কাজ করছিলেন রাসেল মাহমুদ। এ সময় ওই চালের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে অসাবধানতা বশত জড়িয়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডা. অঙ্কিতা রব চৈতী তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বাংলানিউজকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে আসার আগেই মারা যান রাসেল।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এমবিএইচ/এসআরএস/বিএস