ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
দৌলতপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় লাবনী (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মশাউড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাবনী ওই গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর হোসেন বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা বাড়ির পেছনে আম গাছে মরদেহটি ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত লাবনীর বাবা আমিরুল ইসলামের দাবি তার মেয়ের স্বামী ও তার পরিবারের লোকজন লাবনীকে মেরে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।