ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে প্রাক-বাজেট আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
বরিশালে প্রাক-বাজেট আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত বিডিএসের হল রুমে আয়োজিত আলোচনা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ২০১৭-১৮ অর্থ বছরের প্রাক বাজেট নিয়ে বরিশালে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি এবং ডিস্ট্রিক্ট উইমেন বিজনেস ফোরামের যৌথ আয়োজনে এ প্রাক বাজেট-আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতের বাজেট-বিশ্লেষণ ও পর্যবেক্ষণ বিষয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ব্যাচেলর অব ডেন্টাল সার্জারির (বিডিএস) হল রুমে আলোচনা অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এসএম ইমামুল হকের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. ইমরান হোসেন ভ‍ুইয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. তৈয়েবুর রহমান।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন- বরিশাল ডিস্ট্রিক্ট উইমেন বিজনেস ফোরামের সভাপতি ডা. বনলতা মুর্শিদা এবং প্রাক-বাজেট অনুষ্ঠানের মূল বক্তব্য তুলে ধরেন সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক ড.এম আবু ইউসুফ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা অধ্যাপক শাহ্ শাজেদা, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক জাহিদ হোসেন, সাংবাদিক আবুল কালাম আজাদ, উন্নয়ন কর্মী হাসিনা বেগম নিলা প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিটি অঞ্চলের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। বাজেট প্রণয়নের সময় অঞ্চল ভিত্তিক বৈশিষ্ট্যর প্রেক্ষাপটে বিশেষায়িত পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৬২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এমএস/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।